ভাইকে বাঁচাতে গিয়ে ডুবল বোন

পঞ্চগড়
পঞ্চগড়

চার বছর বয়সী ছোট ভাই মিজানুর রহমানকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল আলপনা আক্তার (৭)। খেলার একপর্যায়ে ফড়িং ধরতে গিয়ে মিজানুর পুকুরের পানিতে পড়ে যায়। তা দেখে দৌড়ে ছোট ভাইকে বাঁচাতে যায় আলপনা। তবে কোনো মতে ছোট ভাইকে পুকুরের কিনারে ঠেলে দিতে পারলেও নিজেই তলিয়ে যায় পানিতে।

পরে পরিবারের লোকজন পুকুরের ধারে মিজানুরকে পড়ে থাকতে দেখে স্থানীয় ভজনপুর বাজারে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায়। কিছুটা সুস্থ হলে মিজানুর তার বাবা-মাকে জানায় তার আপুও (আলপনা) পুকুরে পড়ে গেছে। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর ডুবন্ত অবস্থায় আলপনাকে উদ্ধার করে। তবে হাসপাতালে নিলেও বাঁচানো সম্ভব হয়নি শিশু আলপনাকে।

মর্মান্তিক এই ঘটনাটি আজ মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের নিজবাড়ি-বাসামোড় এলাকায় ঘটে। মারা যাওয়া আলপনা ওই এলাকার পাথর ব্যবসায়ী আলমগীর হোসেনের মেয়ে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম শিশু আলপনা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে আলপনা পানিতে ডুবে যায়। আলপনাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।