কোনো ধরনের ব্যর্থতা ছাড়াই চলমান প্রটোকল-সুবিধা নিশ্চিতে নির্দেশ হাইকোর্টের

সংবিধান, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স ও দেশের আইন অনুসারে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত সুবিধাদি (প্রটোকল) নিশ্চিত করতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসারে যাঁরা এ ধরনের প্রটোকল সুবিধাদি পান, কোনো ধরনের ব্যর্থতা ছাড়াই তা চলমান রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এক রিটের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশনা দেন। পর্যবেক্ষণসহ রিটটি নিষ্পত্তি করে ওই নির্দেশনা দেওয়া হয়।

‘হাইকোর্টের নিষেধাজ্ঞার পরেও ভিআইপি প্রটোকল চাইলেন বিচারপতি’—অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবরের সূত্র ধরে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহীনুর রহমান আজ রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী একরামুল হক, সৈয়দ মামুন মাহবুব ও তাপস কুমার বিশ্বাস। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।