শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত শিশুরা

>ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশ বিস্তার যে নিয়ন্ত্রণ করা গেল না—এর ভুক্তভোগী শুধু বড়রা হয়েছে তা নয়। নিষ্পাপ শিশুদেরও এর মাশুল গুনতে হচ্ছে। রাজধানীর ঢাকা শিশু হাসপাতালে প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক সৈয়দ সফি আহমেদ। আজ বুধবার পর্যন্ত এই হাসপাতালে ১৬৪ জন ডেঙ্গু আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। এদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত ৬৫৩ জনকে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। শিশু হাসপাতালের ছবিগুলো বুধবারের।
চার মাস বয়সের রিফাত ডেঙ্গুতে আক্রান্ত।
চার মাস বয়সের রিফাত ডেঙ্গুতে আক্রান্ত।
ম্লান হয়নি সূচির হাসি। ডেঙ্গু আক্রান্ত হয়ে সে এখন হাসপাতালে ভর্তি।
ম্লান হয়নি সূচির হাসি। ডেঙ্গু আক্রান্ত হয়ে সে এখন হাসপাতালে ভর্তি।
দুর্বল শরীর। শিশুটির বেশির ভাগ সময় কাটে ঘুমিয়ে।
দুর্বল শরীর। শিশুটির বেশির ভাগ সময় কাটে ঘুমিয়ে।
ডেঙ্গু আক্রান্ত ইউশার সময় কাটে ছোট বোন আরিবার সঙ্গে খেলে।
ডেঙ্গু আক্রান্ত ইউশার সময় কাটে ছোট বোন আরিবার সঙ্গে খেলে।
খেলনা এখন শিশুটিকে টানে না।
খেলনা এখন শিশুটিকে টানে না।
দুরন্ত আকাশের সময় কাটে হাসপাতালের বিছানায় শুয়ে।
দুরন্ত আকাশের সময় কাটে হাসপাতালের বিছানায় শুয়ে।
ডেঙ্গু আক্রান্ত আট মাসের আবদুল্লাহকে এখন জোর করেই খাওয়াতে হয়।
ডেঙ্গু আক্রান্ত আট মাসের আবদুল্লাহকে এখন জোর করেই খাওয়াতে হয়।