ঢাবিতে ভর্তির আবেদন ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন ফি বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন ফি বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির আবেদন ফি বৃদ্ধির প্রতিবাদে আজ বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা। বর্ধিত আবেদন ফি প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা।

বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ফি ৩৫০ টাকা থাকলেও এবার তা ৪৫০ টাকা করা হয়েছে। গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে অনলাইন ভর্তি আবেদন-প্রক্রিয়ার উদ্বোধন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। ২৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই আবেদন করা যাবে।

আবেদন ফি বৃদ্ধির প্রতিবাদে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করেন প্রগতিশীল ছাত্রজোটের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়েজউল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসেন। কৃষক, শ্রমিক, দিনমজুরের ছেলেমেয়েদের পক্ষে ঢাকায় থেকে পরীক্ষা দেওয়া কষ্টকর হয়ে যায়। থাকা-খাওয়ার খরচের পাশাপাশি তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যদি আরও বেশি অর্থ ব্যয় করতে হয়, সেটা তাদের কষ্ট আরও বাড়িয়ে দেয়। তাই অবিলম্বে বর্ধিত আবেদন ফি প্রত্যাহার করে ধীরে ধীরে এর মূল্য শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে।

সমাবেশ শেষে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে বর্ধিত আবেদন ফি প্রত্যাহারের বিষয়ে আলোচনা করেন জোটের নেতারা। এ সময় অন্যদের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ-মার্কসবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজীব কান্তি রায়, ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নির্ঝর কান্তি পাল প্রমুখ উপস্থিত ছিলেন।