পুরকৌশল শিক্ষার্থীদের জন্য শুরু হলো ইন-জিনিয়াস প্রতিযোগিতা

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পুরকৌশল বিভাগে পড়ুয়া তরুণদের জন্য শুরু হলো ভিন্নধর্মী এক প্রতিযোগিতা। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজে উৎসাহ দিতে এই প্রতিযোগিতার নাম ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’।

আজ বুধবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতা শুরুর ঘোষণা দেওয়া হয়। উদ্বোধন করা হয় এই প্রতিযোগিতা উপলক্ষে বানানো ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের প্রতিযোগিতা বাংলাদেশে এই প্রথম। আগামী কয়েক দশকে বাংলাদেশের আরও অবকাঠামো লাগবে। এই অবকাঠামো নির্মাণে প্রয়োজন দক্ষ পুরকৌশলীদের। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা আরও আগ্রহী হবেন।

অনুষ্ঠান থেকে বলা হয়, পুরকৌশল বিভাগের শিক্ষার্থীদের ভৌত স্থাপনার প্রকৌশলচর্চা বিষয়ে সচেতনতা, সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক মানে প্রকৌশলীদের গড়ে উঠতে অনুপ্রেরণা দিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর উদ্দেশ্য আগামী দিনের ভৌতকাঠামো যেন হয় উন্নত, নান্দনিক এবং একই সঙ্গে মজবুত ও দৃঢ় ভিত্তির ওপর।

দক্ষ পুরকৌশলীদের তুলে আনতে শুরু হয়েছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’ প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ৭ আগস্ট। ছবি: শুভ্র কান্তি দাশ
দক্ষ পুরকৌশলীদের তুলে আনতে শুরু হয়েছে ‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’ প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ৭ আগস্ট। ছবি: শুভ্র কান্তি দাশ

যেকোনো বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয়, চতুর্থ বর্ষের এবং সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা দলীয়ভাবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। পরে কয়েকটি ধাপে এই প্রতিযোগিতায় ৩০টি দল প্রাথমিকভাবে নির্বাচিত হবে এবং বিজয়ী তিনটি দলকে পুরস্কৃত করা হবে। শীর্ষ দলটি নগদ পুরস্কার ছাড়াও বিশ্বের একটি স্মার্ট নগরী শিক্ষাসফরের সুযোগ পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুল ইসলাম বলেন, দেশে ভৌতকাঠামোর উন্নয়ন হচ্ছে ক্রমে ক্রমে। উঁচু উঁচু ভবন নির্মিত হচ্ছে। খাল, নালা , বিল ভরে যাচ্ছে। ভয়ের কারণ তো আছেই। এই জন্য বাস্তব ও জ্ঞানসমৃদ্ধ প্রকৌশলী দরকার। শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে এটা হবে না। সে ক্ষেত্রে এই প্রতিযোগিতা ভালো ভূমিকা রাখবে।

জিপিএইচ ইস্পাত ও প্রথম আলো যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে। অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান আলমগীর কবির বলেন, জিপিএইচ দেশের ইস্পাতশিল্পে নতুন এক প্রযুক্তিভিত্তিক কারখানা চালু করতে যাচ্ছে। বিদ্যুৎসাশ্রয়ী এ কারখানায় আমদানি বিকল্প ইস্পাতসামগ্রী তৈরি হবে। ইন-জিনিয়াস প্রতিযোগিতার মাধ্যমে দেশে প্রতিভাবান প্রকৌশলীদের তুলে আনা যাবে।

‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’ প্রতিযোগিতা উপলক্ষে বানানো ওয়েবসাইটের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ৭ আগস্ট। ছবি: শুভ্র কান্তি দাশ
‘জিপিএইচ ইস্পাত-প্রথম আলো ইন-জিনিয়াস’ প্রতিযোগিতা উপলক্ষে বানানো ওয়েবসাইটের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ৭ আগস্ট। ছবি: শুভ্র কান্তি দাশ

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘তরুণদের নিয়ে যেকোনো আয়োজনে প্রথম আলো আছে, থাকবে। আমরা সব সময় বলি হাল ছেড়ো না, ভালোর সঙ্গে আলোর পথে। আজকের উদ্যোগটি সফল হোক, ভালো হোক।’

অনুষ্ঠানের শুরুতে প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়ক মুনির হাসান বলেন, দেশে অনেক অবকাঠামো হচ্ছে। নতুন করে ভবন, সেতু তৈরি হচ্ছে। এসব নির্মাণে দক্ষ ও সচেতন পুরকৌশলী দরকার। এ লক্ষ্যেই এ বছরের জানুয়ারিতে প্রথম আলো ও জিপিএইচ ইস্পাত সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ১১ জন শিক্ষক ও বিশেষজ্ঞ এই প্রতিযোগিতায় নির্বাচক হিসেবে থাকবেন।

অনুষ্ঠানে প্রথম আলোর ২০ বছর পূর্তি উপলক্ষে নির্মিত ‘আলোর পথযাত্রী’ তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়। আরও বক্তব্য দেন বুয়েটের পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক আহসানুল কবীর ও পুরকৌশল বিভাগের অধ্যাপক খান মাহমুদ আমানত।