পেয়ারার ঝুড়িতে ফেনসিডিল

ফাইল ছবি
ফাইল ছবি

নাটোরের লালপুর উপজেলার মনিহারপুর গ্রামে পেয়ারার ঝুড়ি থেকে ১৯২ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক দুজন হলেন মিনারুল ইসলাম (২৮) ও শাহিনুল ইসলাম। মিনারুলের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। শাহিনুলের বাড়ি লালপুরের মহারাজপুর গ্রামে। পরে তাঁদের এ–সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

নাটোর র‌্যাব ক্যাম্প বলছে, গোপন খবরের ভিত্তিতে নাটোর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার রাজিবুল আহসান গতকাল বুধবার রাত নয়টার দিকে লালপুরের মনিহারপুর গ্রামে পেয়ারার ঝুড়িসহ একটি ভ্যান জব্দ করেন। ভ্যানে থাকা পেয়ারার ঝুড়ি তল্লাশি করে ঝুড়ির ভেতর থেকে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন তিনি।

লালপুর থানার পরিদর্শক (তদন্ত) মনোয়ার হোসেন বলেন, তাঁদের ওই মামলায় লালপুর আমলি আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।