বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া শহরের তিনমাথা এলাকায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে শহরের তিনমাথা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম রবিউল ইসলাম (৩৬)। তিনি মৃত বজলুল হকের ছেলে। রবিউল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিউল মোটরসাইকেলে করে বগুড়া থেকে নওগাঁ ফিরছিলেন। আজ সকাল নয়টার দিকে বগুড়া শহরের তিনমাথা এলাকায় নুর হোটেলের সামনে এলে রংপুরগামী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন রবিউল। তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। রবিউলের মানিব্যাগে থাকা কাগজপত্রে তাঁর ঠিকানা পাওয়া গেছে। রবিউল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট থানায় জানানো হয়। লাশ হাসপাতালের মর্গে রয়েছে বলে তিনি জানান।