সুন্দরগঞ্জে ত্রাণ বিতরণ

ত্রাণ বিতরণ করেন আফরুজা বারী
ত্রাণ বিতরণ করেন আফরুজা বারী

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যাকবলিত এলাকার দুস্থদের মাঝে সরকারের বিশেষ বরাদ্দের ত্রাণ বিতরণ করা হয়েছে। আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরুজা বারী শনিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এদিন উপজেলার শান্তিরাম, কঞ্চিবাড়ি, চন্ডিপুর, বেলকাসহ বিভিন্ন এলাকার ১২০০ দুস্থ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে জানিয়ে আফরুজা বারী বলেন, ‘কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে, সে জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে। পর্যায়ক্রমে সব দুস্থকে সরকারের এ বিশেষ সহযোগিতার আওতায় আনা হবে।’ সবার সহযোগিতার মধ্য দিয়ে সুন্দরগঞ্জ উন্নত এক জনপদে পরিণত হবে—এমন আশা ব্যক্ত করেন তিনি। এদিকে শোকের মাস আগস্ট যথাযথভাবে পালনের জন্য স্থানীয় নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ত্রাণ বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।