জল-পাথরের সুর

>

সবুজ পাহাড়ে মেঘের লুকোচুরি, পাথুরে নদীর স্বচ্ছ জলের ঝরনা আর সবুজময় সিলেটের গোয়াইনঘাট উপজেলা। ভারতের সীমান্তবর্তী এ উপজেলায় ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটনকেন্দ্র। সবুজে ঘেরা পাহাড়ের কোলঘেঁষা পাথুরে নদী, সবই আছে এখানে। তেমনই একটি পর্যটনকেন্দ্র জল পাথরের বিছনাকান্দি। পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়া জলের কুলকুল সুর আর সৌন্দর্য মোহিত করে পর্যটক ও ভ্রমণপ্রিয় মানুষদের। এবার ঈদেও পর্যটকদের উপচে পড়া ভিড় থাকবে এই বিছনাকান্দিতে। শ্রাবণের এমন সময়ে পর্যটকদের বরণ করে নিতে নিজের সৌন্দর্য যেন মেলে ধরে আছে বিছনাকান্দি।

সবুজ পাহাড়ে মেঘের লুকোচুরি।
সবুজ পাহাড়ে মেঘের লুকোচুরি।
হাজারো পাথর, তার ওপর দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলের ধারা। পাহাড়ের কোলে এ যেন প্রকৃতির বিছানা।
হাজারো পাথর, তার ওপর দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ জলের ধারা। পাহাড়ের কোলে এ যেন প্রকৃতির বিছানা।
পুরো এলাকাজুড়ে ছোট-বড় পাথর পড়ে আছে নদে।
পুরো এলাকাজুড়ে ছোট-বড় পাথর পড়ে আছে নদে।
খুদে আলোকচিত্রী। পর্যটকদের মধুর স্মৃতি ধরে ক্যামেরাবন্দী করে বিছনাকান্দির এই আলোকচিত্রী। চাইলে আপনিও আলোকচিত্রীর ক্যামেরায় ছবি তুলে নিতে পারেন।
খুদে আলোকচিত্রী। পর্যটকদের মধুর স্মৃতি ধরে ক্যামেরাবন্দী করে বিছনাকান্দির এই আলোকচিত্রী। চাইলে আপনিও আলোকচিত্রীর ক্যামেরায় ছবি তুলে নিতে পারেন।
নীল-সবুজে মোড়ানো বিছনাকান্দির অপরূপ সৌন্দর্য
নীল-সবুজে মোড়ানো বিছনাকান্দির অপরূপ সৌন্দর্য
পাহাড়ের মধ্য দিয়ে ঝরনার পানি আসে পাথুরে নদে।
পাহাড়ের মধ্য দিয়ে ঝরনার পানি আসে পাথুরে নদে।
পাহাড়, পাথর আর জলের মিতালি।
পাহাড়, পাথর আর জলের মিতালি।