বাড়ি ফেরা হলো না আমিনুলের

ঈদের ছুটিতে ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন আমিনুল ইসলাম (২৫)। গতকাল শনিবার রাত সোয়া চারটায় বগুড়ার শেরপুর উপজেলার ধুনট রোড বাসস্ট্যান্ড মোড়ে দুর্ঘটনায় নিহত হন তিনি। দুর্ঘটনায় তাঁর ছোট ভাই আনোয়ার হোসেন (২৩) আহত হয়েছেন।

আমিনুল ও আনোয়ার ঢাকার একটি পোশাক কারখানার কর্মী। তাদের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি থানার বেড়েরবাড়ি গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দুই ভাই রাত সোয়া চারটায় ধুনট রোড বাসস্ট্যান্ডে নামেন। হাতে ট্রাভেল ব্যাগ নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় বিপরীতমুখী ঢাকাগামী একটি বাস তাদের দুজনকে ধাক্কা দেয়। এতে দুজনই মহাসড়ক থেকে ছিটকে পড়েন। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আহত আনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পর বাসের চালক দ্রুত বাস চালিয়ে পালিয়ে যান।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) পুতুল মোহন্ত প্রথম আলোকে বলেন, বাসটির খোঁজ পাওয়া যায়নি। আইনগত পদক্ষেপ গ্রহণ শেষে আজ রোববার পরিবারের কাছে আমিনুলের লাশ হস্তান্তর করা হয়েছে।