কোরবানির পশু ঘিরে শিশুদের উচ্ছ্বাস

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। সোমবার সকালে ঈদের নামাজ শেষে শুরু হয়ে যাবে পশু কোরবানি। এরই মধ্যে অনেকে কোরবানির পশু কেনা শেষ করেছেন, যাঁদের বাকি আছে তাঁরা আজকের মধ্যে কেনা শেষ করবেন। ঢাকায় এখন বাসা-বাড়িগুলোর সামনে, অলিতে-গলিতে কিংবা গ্যারেজে দেখা যাচ্ছে বিভিন্ন আকৃতির গরু-ছাগল। এসব পশু ঘিরে শিশুদের উচ্ছ্বাস ও আনন্দ বেড়ে গেছে বহু গুণ। ছবিগুলো রোববার রাজধানীর মীরবাগ ও মগবাজার এলাকা থেকে তোলা।
কৌতূহল নিয়ে গরু দেখছে শিশুরা।
কৌতূহল নিয়ে গরু দেখছে শিশুরা।
বাসার গ্যারেজে বাঁধা ১ লাখ ৩২ হাজার টাকা দামের ষাঁড়।
বাসার গ্যারেজে বাঁধা ১ লাখ ৩২ হাজার টাকা দামের ষাঁড়।
কোরবানির গরুকে ভালোবাসার পরশ বুলিয়ে দিচ্ছে এক শিশু। পাশে দাঁড়িয়ে দেখছে অপর দুজন।
কোরবানির গরুকে ভালোবাসার পরশ বুলিয়ে দিচ্ছে এক শিশু। পাশে দাঁড়িয়ে দেখছে অপর দুজন।
গলির ভেতর যাঁর-যাঁর বাসার সামনে রাখা হয়েছে গরু।
গলির ভেতর যাঁর-যাঁর বাসার সামনে রাখা হয়েছে গরু।
এক ভবনের সামনে বেঁধে রাখা হয়েছে কোরবানির দুই ছাগল।
এক ভবনের সামনে বেঁধে রাখা হয়েছে কোরবানির দুই ছাগল।
দুরু-দুরু বুকে গরুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এক শিশু।
দুরু-দুরু বুকে গরুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এক শিশু।
বাসার নিচে ফাঁকা জায়গায় গরুকে খাওয়ানো হচ্ছে খড়।
বাসার নিচে ফাঁকা জায়গায় গরুকে খাওয়ানো হচ্ছে খড়।
ছাগলের গলায় রঙিন মালা
ছাগলের গলায় রঙিন মালা