সোহরাওয়ার্দী হাসপাতালে ২০০ শয্যার ডেঙ্গু ওয়ার্ড চালু

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নতুন ২০০ বেড নিয়ে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে। রোববার দুপুরে এ ওয়ার্ডের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

উল্লেখ্য, এই ডেঙ্গু ওয়ার্ডে পুরুষ ও নারী উভয়ের জন্য ১০০টি করে বেড রাখা হয়েছে।

‘ডেঙ্গু ওয়ার্ড’ উদ্বোধনের পর সংবাদকর্মীদের প্রশ্নর জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘ডেঙ্গু রোগীর সংখ্যা এখন অপেক্ষাকৃত কম। এরপরও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে ২০০ নতুন বেড নিয়ে আমরা ডেঙ্গু ওয়ার্ড চালু করলাম।’ তিনি বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২-এর এক্সটেনশন হিসেবে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটেও ডেঙ্গু রোগী ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালেও ডেঙ্গু রোগী ভর্তির জন্য প্রস্তুত করা হচ্ছে।’

উদ্বোধনকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ইউছুফ হারুন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।