হাটহাজারীতে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার ইসলামিয়াহাট বাজার এলাকায় হাটহাজারী-অক্সিজেন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক মাইক্রোবাসের চালক পালিয়ে গেছেন।

নিহত অটোরিকশাচালকের নাম মোহাম্মদ আবুল কাসেম (৬২)। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার মুন্সিঘাটা এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ বোরহান প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই আবুল কাসেমকে সড়ক থেকে দ্রুত উদ্ধার করে মদনহাট গ্রিন হ্যাথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। চমেক হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির ছেলে মোহাম্মদ রাজু বলেন, আজ সকাল সাতটার দিকে অটোরিকশাটি নিয়ে ঘর থেকে বের হয় তাঁর বাবা। অটোরিকশায় গ্যাস নিতে হাটহাজারীতে এসেছিলেন তিনি। সকাল আটটার দিকে মাইক্রোবাসের ধাক্কায় বাবাকে হারালেন। নিহত ব্যক্তির পরিবার লাশ বাড়িতে নিয়ে গেছে।