ডেঙ্গুতে প্রকৌশলীসহ তিনজনের মৃত্যু

ঈদের ছুটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার দুই হাসপাতালে এক শিশু ও এক প্রকৌশলী এবং খুলনায় একজন মারা গেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আজ মঙ্গলবার সকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান বাপেক্সের ম্যানেজার (প্রকৌশলী-খনন) মাহবুবুল্লাহ হক। তাঁর বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। বিএসএমএমইউ এর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার প্রথম আলোকে বলেন, বাপেক্সের এই কর্মকর্তা গতকাল সোমবার ঈদের দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানেই আজ সকাল ১০টায় তিনি মারা যান।

এ ছাড়া সামিয়া নামের আট বছরের এক শিশু আজ মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়। হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, তালতলা থেকে সামিয়া গত ১০ আগস্ট এই হাসপাতালে ভর্তি হয়। শিশুটির অবস্থা খারাপ ছিল। ভোরে সে মারা যায়।

এর আগে গতকাল সোমবার ঈদের দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোপালগঞ্জের মো. রাসেল (৩২)। খুলনার সিভিল সার্জন এ এস এম আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, রাসেল ঢাকা থেকেই ডেঙ্গু জ্বর নিয়ে এসে গোপালগঞ্জে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে ভর্তি হয়েছিলেন। ঈদের দিন বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।

এ নিয়ে প্রথম আলোর নিজস্ব অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২৯ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারি হিসেবে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০।