লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একজনের মৃত্যু

রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় খেয়ানৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে সদরঘাট টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন (৪০)। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামে।

মারা যাওয়া জাহাঙ্গীরের শ্যালক মেহেদী হাসান বলেন, জাহাঙ্গীর তাঁর স্ত্রী, তিন ছেলে, ভাইয়ের স্ত্রী ও বোনের দুই ছেলেকে নিয়ে নৌকায় করে কেরানীগঞ্জের চরকালীগঞ্জ ফেরিঘাট থেকে সদরঘাট টার্মিনালে যাচ্ছিলেন। টার্মিনালের কাছাকাছি পৌঁছালে ঢাকা থেকে চাঁদপুরগামী ইমাম হাসান লঞ্চের সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে প্রচণ্ড ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার মাঝি ও স্থানীয় লোকজন মিলে সাতজনকে উদ্ধার করতে পারলেও জাহাঙ্গীরকে উদ্ধার করা যায়নি। ঘণ্টাখানেক পরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমরা ফায়ার সার্ভিসকে জানাই। পরে ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়। অভিযোগ না থাকায় লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’