পুলিশের পিকআপের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পুলিশের পিকআপের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত তিনজন।

আজ বুধবার সকালে উপজেলার মহিষভাঙ্গা এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহজাহান আলী (৩২)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন। যাত্রীদের নামিয়ে দিয়ে তিনি খালি মাইক্রোবাস নিয়ে মুন্সিগঞ্জ ফিরছিলেন।

বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার পুলিশ সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) হারুন অর রশিদ সরকারি পিকআপে করে হাইওয়ে তদারকির কাজ করছিলেন। পিকআপটি বড়াইগ্রামের দিক থেকে বনপাড়ার দিকে যাচ্ছিল। পথে মহিষভাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক শাহজাহান নিহত হন। দুর্ঘটনায় আহত হন অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, পিকআপের চালক মোবারক হোসেন ও দেহরক্ষী ইব্রাহিম হোসেন।

আহত ব্যক্তিদের প্রথমে বনপাড়ার আমেনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসের চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন। মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস ও পিকআপটি দুমড়েমুচড়ে গেছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে।