আহ শৈশব!

>করতোয়া নদী বানের পানিতে টইটম্বুর। সেখানে গ্রামের একদল শিশু দুরন্তপনায় মেতেছে। কখনো নদীর পানিতে ঝাঁপাঝাঁপি করছে, আবার কখনো কাঁদা মেখে একাকার অবস্থা করছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগরজানি এলাকা থেকে ছবিগুলো তোলা।
নদীর পাড়ের কাদায় শিশুদের দুরন্তপনা।
নদীর পাড়ের কাদায় শিশুদের দুরন্তপনা।
শুধু নিজে কাদা মাখলে হবে? অন্যদেরও লাগাতে হবে। চলছে সেই চেষ্টা।
শুধু নিজে কাদা মাখলে হবে? অন্যদেরও লাগাতে হবে। চলছে সেই চেষ্টা।
কাদা মাখামাখি করে শিশুদের সে কী উচ্ছ্বাস!
কাদা মাখামাখি করে শিশুদের সে কী উচ্ছ্বাস!
দুরন্তপনায় আনন্দ ভাগাভাগি করে নেয় শিশুর দল।
দুরন্তপনায় আনন্দ ভাগাভাগি করে নেয় শিশুর দল।
কাদা মাখামাখিতে এত আনন্দ! এ দৃশ্য মনে করিয়ে দেয় শৈশবের কথা।
কাদা মাখামাখিতে এত আনন্দ! এ দৃশ্য মনে করিয়ে দেয় শৈশবের কথা।
দুরন্তপনায় কেউ কম যায় না!
দুরন্তপনায় কেউ কম যায় না!
দুষ্টুমি করতে করতে ক্লান্ত হয়ে কাদায় জিরিয়ে নেওয়া।
দুষ্টুমি করতে করতে ক্লান্ত হয়ে কাদায় জিরিয়ে নেওয়া।