কাশ্মীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি

ভারতশাসিত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বিএনপি এ কথা জানায়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কাশ্মীরের রাজনৈতিক নেতৃত্ব, গণমাধ্যম তথা সাধারণ জনগণের মাঝে নিরাপত্তা ও শান্তি ফিরে আসুক, তা কামনা করে বিএনপি।

জাতিসংঘ সব পক্ষকে সংযম প্রদর্শনের যে আহ্বান জানিয়েছে, তাকে সময়োচিত আহ্বান বলেছে বিএনপি।

বিবৃতিতে বলা হয়, যেকোনো সমস্যা সংশ্লিষ্ট পক্ষের লোকজন আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে বলে বিএনপি বিশ্বাস করে।

ভারতের বর্তমান নির্বাচিত সরকার দেশটির সংবিধান অনুযায়ী সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করেই চলমান সমস্যার সমাধান করবে বলে আশা বিএনপির।

কাশ্মীর সমস্যা সমাধান এ অঞ্চলের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও নিরাপত্তা অব্যাহত রাখার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলে মনে করে বিএনপি।