ডেঙ্গুতে ঢামেকে আরও এক নারীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।

ওই নারীর নাম মৌসুমি আক্তার (২৫) । তাঁর স্বামীর নাম মো. মামুন। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়ায়। ঢাকার আগারগাঁওয়ের মোল্লাপাড়ায় থাকতেন তিনি।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেশ কিছু দিন যাবৎ জ্বরে ভুগছিলেন মৌসুমি। গতকাল বুধবার মহাখালী টিবি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা হয়। সেখানে তাঁর ডেঙ্গু হয়েছে বলে শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে গতকালই তাঁকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আজ সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাঁকে জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃত নারীর স্বজনেরা জানান, মৌসুমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। আজ ঢামেকের জরুরি বিভাগের ওয়ানস্টপ আইসিইউতে মারা গেছেন।