টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মো. শামসুল ওরফে বার্মাইয়া শামসু নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত শামসুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ছিলেন।

গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নে দমদমিয়া বিজিবির তল্লাশি চৌকি এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা বড়ি, দুটি দেশীয় এলজি ও ১২টি গুলি জব্দ করেছে।

নিহত শামসুল হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ার মো. হোসেনের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস প্রথম আলোকে বন্দুকযুদ্ধের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাতে শামসুলকে আটক করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যমতে, পুলিশ গতকাল দিবাগত রাত দুইটার দিকে দমদমিয়া বিজিবির তল্লাশি চৌকি এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শামসুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের সময় তিন পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে শামসুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ গুলিবিদ্ধ শামসুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান শামসুল। সকালে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

ওসি প্রদীপ কুমার দাস জানান, বন্দুকযুদ্ধের সময় পুলিশ ৪০টি গুলি চালায়। নিহত শামসুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে ছয়টি মাদকের মামলাসহ ১০টি মামলা রয়েছে।