মাছ ধরতে গিয়ে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে মারা গেছে এক শিশু। শুক্রবার কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার আজগর দেওয়ানী পাড়া গ্রামের সোনাভরি নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শিশুর নাম নুরুন্নবী (১১)। সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আশরাফুল ইসলামের ছেলে। নুরুন্নবী চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। তার বাবা প্রবাসী। মায়ের সঙ্গে ঈদ করতে সে রাজীবপুরে নানাবাড়িতে এসেছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা দেড়টার দিকে বন্ধুদের সঙ্গে নদীত জাল দিয়ে মাছ ধরতে যায় নুরুন্নবী। জাল ফেলার সময় জালের সঙ্গে নদীতে পড়ে স্রোতে ভেসে যায় সে। এ সময় বন্ধুদের চিৎকারে স্বজন ও স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে বেলা আড়াইটার দিকে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, শিশুটি ঘণ্টাখানেক পানিতে ডুবে ছিল। হাসপাতালে আনার আগেই সে মারা যায়।