দুই কিমি সড়ক যেতেই নাভিশ্বাস

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী মোড় পার হয়ে মাওয়ার দিকে যেতে নাভিশ্বাস ওঠে যাত্রী আর চালকদের। চুনকুটিয়া থেকে মাওয়া মহাসড়ক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা উঁচু-নিচু আর খানাখন্দে জমে আছে বৃষ্টির পানি। পদ্মা সেতু প্রকল্পের সড়কের উন্নয়নমূলক কাজের জন্য তৈরি হচ্ছে উড়ালসড়ক, তারই নিচে সড়কের এই অবস্থা দীর্ঘদিনের। স্থানীয় লোকজন জানান, রাস্তাটির এ রকম বেহাল দশায় তাঁদের ভোগান্তি চরমে। ছোট-বড় গর্তে ভরা এ সড়কে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। ছবিগুলো শুক্রবার বিকেলে তোলা।
সড়ক ডুবে আছে বৃষ্টির পানি জমে
সড়ক ডুবে আছে বৃষ্টির পানি জমে
খানাখন্দে ভরা সড়কে যেন চলা দায়!
খানাখন্দে ভরা সড়কে যেন চলা দায়!
মোটরসাইকেলচালকদের জন্য এ সড়ক যেন আতঙ্কের নাম
মোটরসাইকেলচালকদের জন্য এ সড়ক যেন আতঙ্কের নাম
মাঝসড়কে বড় গর্ত, তাই যেতে হচ্ছে একপাশ ঘেঁষে
মাঝসড়কে বড় গর্ত, তাই যেতে হচ্ছে একপাশ ঘেঁষে
দুই সন্তানকে নিয়ে আতঙ্কে রাস্তা পার হচ্ছেন এক বাবা
দুই সন্তানকে নিয়ে আতঙ্কে রাস্তা পার হচ্ছেন এক বাবা
বেহাল দশায় চলাচলকারীদের ভোগান্তি চরমে
বেহাল দশায় চলাচলকারীদের ভোগান্তি চরমে
ছোট-বড় গর্তে ভরা এ সড়কে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা
ছোট-বড় গর্তে ভরা এ সড়কে প্রতিদিনই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা