এশিয়ান পেপার মিল বন্ধের নির্দেশ

দূষণের দায়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এশিয়ান পেপার মিলটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ত্রুটিমুক্ত না করা পর্যন্ত কারখানাটির উৎপাদন বন্ধ থাকবে।

আজ রোববার অধিদপ্তরের মহানগর অঞ্চলের পরিচালক আজাদুর রহমান মল্লিক এই নির্দেশ দেন। এর আগে সকালে অধিদপ্তরের কার্যালয়ে এশিয়ান পেপার মিল কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি হয়। শুনানি শেষে কারখানার উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়।

আজাদুর রহমান মল্লিক জানান, গত ১৪ আগস্ট কারখানাটির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ আনেন হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন। এর পর কারখানা এলাকা অধিদপ্তরের একটি দল পরিদর্শন করে। পরিদর্শন শেষে বিভিন্ন নমুনার পরীক্ষা নিরীক্ষা করা হয়। এতে দূষণের প্রমাণ মিলেছে।

জানা গেছে কারখানাটির ইটিপি থাকলেও তা কার্যকর নয়। এ ছাড়া বর্জ্য বৃষ্টির সঙ্গে ধুইয়ে পাশের খালে চলে যায়। তাই ত্রুটিমুক্ত না করা পর্যন্ত কারখানাটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।