বিকট শব্দে ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণ, আহত ৩

অতিরিক্ত বাতাসের চাপে গ্যারেজের ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে আহত হয়েছেন ৩ জন। সোনাইছড়ি, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৯ আগস্ট। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
অতিরিক্ত বাতাসের চাপে গ্যারেজের ভলকানাইজিং ট্যাংক বিস্ফোরণে আহত হয়েছেন ৩ জন। সোনাইছড়ি, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১৯ আগস্ট। ছবি: কৃষ্ণ চন্দ্র দাস

বিকট শব্দের পর একটি ভলকানাইজিং ট্যাংক (গাড়ির চাকায় বাতাস দেওয়ার ট্যাংক) বিস্ফোরিত হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরী ঘাটা ইউটার্ন এলাকায় একটি মোটর গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন।

আহত ব্যক্তিরা হলেন গ্যারেজের মালিক মাহফুজুর রহমান, গ্যারেজের কর্মচারী মিন্টু রহমান ও কাইয়ুমুল ইসলাম। আহত মাহফুজুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দুজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, অতিরিক্ত বাতাসের চাপে বিকট শব্দে ভলকানাইজিং ট্যাংকটি ৫০ ফুট ওপরে উঠে কয়েক সেকেন্ডর মধ্যে সেটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের ওপর পড়ে। এ ঘটনায় ১১ হাজার ভোল্টেজের দুটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে গেছে। দুমড়েমুচড়ে গেছে গ্যারেজে আসা একটি লরির কেবিন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক সুমন বণিক বলেন, ট্যাংকটিতে ধারণক্ষমতার বেশি হাওয়া ঢোকানো ও অপরিষ্কার রাখার কারণে এটি বিস্ফোরিত হয়েছে। পরে দুর্ঘটনাকবলিত লরি ও ট্যাংকটি উদ্ধার করে বারআউলিয়া হাইওয়ে পুলিশ। ট্যাংকটি সড়কে পড়ার সময় কোনো যানবাহন ছিল না। তাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।

ইজিং ট্যাংক (গাড়ির চাকায় বাতাস দেওয়ার ট্যাংক) বিস্ফোরিত হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরী ঘাটা ইউটার্ন এলাকায় একটি মোটর গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন।

আহত ব্যক্তিরা হলেন গ্যারেজের মালিক মাহফুজুর রহমান, গ্যারেজের কর্মচারী মিন্টু রহমান ও কাইয়ুমুল ইসলাম। আহত মাহফুজুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর দুজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, অতিরিক্ত বাতাসের চাপে বিকট শব্দে ভলকানাইজিং ট্যাংকটি ৫০ ফুট ওপরে উঠে কয়েক সেকেন্ডর মধ্যে সেটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের ওপর পড়ে। এ ঘটনায় ১১ হাজার ভোল্টেজের দুটি বিদ্যুৎ সঞ্চালন লাইন ছিঁড়ে গেছে। দুমড়েমুচড়ে গেছে গ্যারেজে আসা একটি লরির কেবিন।

সীতাকুণ্ড থানার পরিদর্শক সুমন বণিক বলেন, ট্যাংকটিতে ধারণক্ষমতার বেশি হাওয়া ঢোকানো ও অপরিষ্কার রাখার কারণে এটি বিস্ফোরিত হয়েছে। পরে দুর্ঘটনাকবলিত লরি ও ট্যাংকটি উদ্ধার করে বারআউলিয়া হাইওয়ে পুলিশ। ট্যাংকটি সড়কে পড়ার সময় কোনো যানবাহন ছিল না। তাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।