দুর্নীতির অর্থে স্ত্রীর নামে প্রায় ৪ কোটি টাকার সম্পদ

দুদক
দুদক

তিনি গৃহিণী। অথচ সম্পদের পরিমাণ ৩ কোটি ৭০ লাখ ৬৪১ টাকার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে দেখা গেছে, স্বামীর দুর্নীতির টাকায় এসব সম্পদ কেনা হয়েছে।
দুর্নীতির তথ্য পেয়ে তিনি ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আজ সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন উপপরিচালক মোশারফ হোসেইন মৃধা।
মামলায় আসামি করা হয়েছে সম্পদের মালিক ফিরোজা খানকে। তাঁর স্বামী সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজখানকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ফিরোজা খান ৩ কোটি ৭০ লাখ ৬৪১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ৮৭ লাখ ৯১ হাজার ৪৬৯ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।