মানসিক ভারসাম্যহীন মায়ের সন্তানকে বাঁচাল পুলিশ

নবজাতক ।  প্রতীকী ছবি
নবজাতক । প্রতীকী ছবি

মানসিক ভারসাম্যহীন এক নারী। কিছুটা দূরে তাঁর সদ্য ভূমিষ্ঠ সন্তান। আশপাশে ঘুরছিল তিনটি কুকুর। যেকোনো মুহূর্তে শিশুটি আক্রমণের শিকার হতে পারে। তখনই এগিয়ে এলেন চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। আজ মঙ্গলবার ভোরে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সোনালী ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।

মা ও নবজাতক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মা ও শিশুকে উদ্ধারের বিবরণ দিয়ে মোস্তাফিজুর রহমান বলেন, ‘আগ্রাবাদ এলাকায় টহলের দায়িত্ব পালনকালে দুই কনস্টেবল ও এক গাড়িচালককে নিয়ে বাদামতলী মোড়ে দাঁড়িয়ে ছিলাম। তাঁরা গাড়িতে ছিলেন। এদিক-ওদিক তাকাতে ৩০ গজ দূরে হঠাৎ তিনটি কুকুরের শব্দ কানে আসে। দৌড়ে গিয়ে দেখি কুকুরের সামনে নবজাতক। রক্তমাখা শিশুটিকে কোলে তুলে নিই। ওই সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। তাঁর সাহায্য নিয়ে কিছু দূরে থাকা নবজাতকের মানসিক ভারসাম্যহীন মাকে উদ্ধার করা হয়। সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং অঞ্চল) মো. আশিকুর রহমান বলেন, ফুটপাতে থাকলে শিশুটি অসুস্থ হয়ে পড়তে পারে। এ জন্য আপাতত কিছুদিন হাসপাতালে রাখা হবে। তত দিন তাঁরা দেখভাল করবেন। পরে যা হওয়ার হবে।

আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন ওই নারী। শিশু ওয়ার্ডে আছে নবজাতকটি। তাকে দেখাশোনা করছেন বিলকিস আক্তার নামের এক রোগীর স্বজন।