এক শাড়িতে ঝুলে ছিল নবদম্পতির লাশ

মাগুরায় এক শাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে ছিল নবদম্পতির লাশ। মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। অভিযোগ উঠেছে, প্রেমের বিয়ে বাড়ি থেকে মেনে না নেওয়ায় এক শাড়িতে গলায় ফাঁস দিয়ে তাঁরা আত্মহত্যা করেছেন।

লাশ উদ্ধার হওয়া দুজন হলেন নীরব বিশ্বাস (২০) ও তাঁর স্ত্রী শ্রাবণী বিশ্বাস (১৮)। গত ৩০ জুলাই তাঁদের বিয়ে হয়েছিল।

পরিবার ও পুলিশ জানায়, বিকেল পাঁচটার দিকে বাড়িতে কেউ ছিলেন না। এই ফাঁকে নিজেদের শোবার ঘরে আড়ার সঙ্গে একই শাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তাঁরা। সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির লোকজন টেরে পেয়ে দরজা ভেঙে তাঁদের ঝুলন্ত লাশ দেখতে পান।

পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রাঘবদাইড় গ্রামের নীরব বিশ্বাস ও শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের শ্রাবণী বিশ্বাসের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তাঁদের বিয়ে হয়। কিন্তু ছেলের বাড়ি থেকে তাঁদের বিয়ে মেনে নিলেও মেয়ের বাড়ি থেকে মেনে নেয়নি। এ জন্যই তাঁরা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।