ঝাঁকে ঝাঁকে ইলিশ

>কয়েক দিন ধরেই সাগর ছিল উত্তাল। শান্ত হওয়ার পর জেলেরা সাগরে গিয়ে ফিরছেন ট্রলারভর্তি ইলিশ নিয়ে। মেঘনা নদীতেও মিলছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। চট্টগ্রামের ফিশারিঘাটের পাশাপাশি ইলিশের রাজধানী চাঁদপুরেও জমে উঠেছে ইলিশ কেনাবেচা।
কয়েক দিন আগে সাগর উত্তাল থাকায় মাছ শিকারে যেতে পারেননি জেলেরা। সাগর শান্ত হওয়ার পর আবার মাছ শিকারে যান তাঁরা। এখন ট্রলারভর্তি ইলিশ নিয়ে জেলেরা ফিরছেন ঘাটে। সরগরম হয়ে উঠছে বাজার। গতকাল সকাল আটটায় চট্টগ্রামের ফিশারিঘাটের নতুন বাজার এলাকায়।  ছবি: সৌরভ দাশ
কয়েক দিন আগে সাগর উত্তাল থাকায় মাছ শিকারে যেতে পারেননি জেলেরা। সাগর শান্ত হওয়ার পর আবার মাছ শিকারে যান তাঁরা। এখন ট্রলারভর্তি ইলিশ নিয়ে জেলেরা ফিরছেন ঘাটে। সরগরম হয়ে উঠছে বাজার। গতকাল সকাল আটটায় চট্টগ্রামের ফিশারিঘাটের নতুন বাজার এলাকায়। ছবি: সৌরভ দাশ
ঘাটে ইলিশের ট্রলার আসায় ক্রেতা-বিক্রেতাদেরও তোড়জোড় বেড়ে গেছে। চট্টগ্রামের ফিশারিঘাটে।  ছবি: প্রথম আলো
ঘাটে ইলিশের ট্রলার আসায় ক্রেতা-বিক্রেতাদেরও তোড়জোড় বেড়ে গেছে। চট্টগ্রামের ফিশারিঘাটে। ছবি: প্রথম আলো
ঈদের পর মাছ ধরার ট্রলার এখনো তেমন আসেনি। হিমায়িত ইলিশ বিক্রি করছেন কিছু ব্যবসায়ী। গতকাল সকালে বরিশাল নগরের মৎস্য অবতরণকেন্দ্রে।  ছবি: সাইয়ান
ঈদের পর মাছ ধরার ট্রলার এখনো তেমন আসেনি। হিমায়িত ইলিশ বিক্রি করছেন কিছু ব্যবসায়ী। গতকাল সকালে বরিশাল নগরের মৎস্য অবতরণকেন্দ্রে। ছবি: সাইয়ান