রাজধানীর মশার আস্তানা

>এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে না পারলে ডেঙ্গুর প্রকোপ ঠেকানো যাবে না। নির্মাণাধীন ভবন, পরিত্যক্ত পাত্র, টায়ার, ড্রাম, পানির ট্যাংক ও ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উৎকৃষ্ট প্রজননস্থল। উন্মুক্ত জায়গায় জমে থাকা পানিতেও এডিস মশার লার্ভা পাওয়া যায়। এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে প্রয়োজন জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগ। ছবিগুলো বুধবারের।
চৌধুরীপাড়ার ঝিলের একাংশে জমে আছে স্বচ্ছ পানি।
চৌধুরীপাড়ার ঝিলের একাংশে জমে আছে স্বচ্ছ পানি।
খিলগাঁওয়ের জাগরণী সংসদ মাঠের পাশে জমে থাকা বৃষ্টির পানিতে মশা।
খিলগাঁওয়ের জাগরণী সংসদ মাঠের পাশে জমে থাকা বৃষ্টির পানিতে মশা।
শাহজাহানপুর ঝিলপাড় মাঠের পাশে ডোবা।
শাহজাহানপুর ঝিলপাড় মাঠের পাশে ডোবা।
খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে জমে থাকে পানি।
খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে জমে থাকে পানি।
খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের টবে জমে থাকা পানি।
খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের টবে জমে থাকা পানি।