মাটির নিচ থেকে সোনার হাঁড়ি তুলে দেওয়ার নামে প্রতারণা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মাটির নিচ থেকে সোনার হাঁড়ি তুলে দেওয়ার নামে গৃহবধূর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফাজিলখার হাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি এলাকায় রানা বৈদ্য নামে পরিচিত। গত কয়েক মাসে ওই নারীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মফজল আহমেদের স্ত্রী নুর নাহার বেগমের কাছ থেকে গত এপ্রিল থেকে এ পর্যন্ত কয়েক দফায় টাকা হাতিয়ে নেন সিরাজুল। মাটির নিচ থেকে স্বর্ণের হাঁড়ি তুলে দেওয়া হবে ওই আশ্বাসে টাকাগুলো হাতিয়ে নেন তিনি। বারবার টাকা নিয়েও স্বর্ণের হাঁড়ির খোঁজ দিতে না পারায় কৌশলে সিরাজুলকে আটক করে পুলিশে দেন নুর নাহারের লোকজন। 

স্থানীয় সূত্র জানায়, বাড়ি বাঁশখালী হলেও সিরাজুল দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলার ফাজিলখারহাট এলাকায় বসবাস করে আসছিলেন।

এ ব্যাপারে কর্ণফুলী থানার শাহমীরপুর ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক নাসির উদ্দিন বলেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আটক সিরাজুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।