মাউশির পরিচালককে ওএসডি

মাউশি
মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজই তাঁকে কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হতে নির্দেশ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তর সূত্রে জানা যায়, পনেরো আগস্ট ও একুশে আগস্টের নির্মম হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠায় তাঁকে ওএসডি করা হয়। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে বিতর্কিত বক্তব্য দেন বলে অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

অবশ্য জাহাঙ্গীর হোসেন তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এ বিষয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রশ্নই আসে না। তাঁর বক্তব্যটি যথাযথভাবে উপস্থাপিত হয়নি।


অনুষ্ঠানে দেওয়া এই কর্মকর্তার বক্তব্য নিয়ে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ও ছাত্রলীগের সাবেক নেতাদের অনেকে সমালোচনা করেন। এরপরই তাঁকে ওএসডি করা হয়।