সাপের কামড়ে বেদের মৃত্যু, স্ত্রী হাসপাতালে

সাতক্ষীরায় বিষধর সাপের কামড়ে এক বেদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। আজ শুক্রবার ভোরে সাতক্ষীরা সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সাপের কামড়ে ওই বেদের স্ত্রীও গুরুতর অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি।

ওই বেদের নাম একলু মিয়া (৩৫)। তাঁর স্ত্রীর নাম আলিনা খাতুন (২৭)। তাঁদের বাড়ি যশোর জেলার কালীগঞ্জ উপজেলার বারোজার এলাকায়। দীর্ঘদিন ধরে সাতক্ষীরা আলীপুর নতুন বাজার এলাকায় তাঁবুতে থাকতেন তাঁরা। সেখানেই গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে সাপে কামড় দেয় তাঁদের।

স্থানীয় ও হাসপাতাল সূত্র বলছে, গতকাল রাতে একলু মিয়া ও তাঁর স্ত্রী আলিনা খাতুন তাঁবুতে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে তাঁদের দুজনকে বিষধর সাপে কামড়ায়। রাতে স্থানীয় ওঝা ডেকে ‘ঝাড় ফুঁক’ করা হয়। অবস্থার অবনতি হলে ভোরে তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান জানান, বিষধর সাপের কামড় দিলে বেদে একলু মিয়া ও তাঁর স্ত্রী আলিনা খাতুনকে ভোর সাড়ে চারটার দিকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর পাঁচটার দিকে একলু মিয়া মারা যান। তাঁর স্ত্রীর চিকিৎসা চলছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।