ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই স্কুলশিক্ষার্থীর

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ট্রেন কাটা পড়ে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার বানাসুয়া রেলসেতুর পাশে বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিক্ষার্থীর নাম সেতু রায় ও স্বপ্নীল হক ওরফে আদিত্য। সেতু কুমিল্লা রেলওয়ে পাবলিক হাইস্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। সে কুমিল্লা শহরতলির ধর্মপুর এলাকার সুবল রায়ের মেয়ে। আর কুমিল্লা পুলিশ লাইন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল স্বপ্নীল। সে শহরতলির শাসনগাছা এলাকার মনিরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানাসুয়া রেলসেতুর ওপর দিয়ে প্রতিদিনই স্কুলশিক্ষার্থীরা ঝুঁকি চলাচল করে। বন্ধের দিন শুক্রবার সকালে সেখানে ঘুরতে যায় সেতু ও স্বপ্নীল। এ সময় এই রেললাইন দিয়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন যাচ্ছিল। অসাবধানতার কারণে ওই ট্রেনের নিচে কাটা পড়ে দুজনে মারা যায়।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। শনিবার লাশ দুটির ময়নাতদন্ত হবে।