খালে মাছ ধরতে গিয়ে ডুবে মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু। প্রতীকী ছবি
অস্বাভাবিক মৃত্যু। প্রতীকী ছবি

খালে জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন আবুল কাশেম (৫৫)। কিন্তু জাল ফেলতে গিয়ে ভারসাম্য রাখতে না পেরে খালে পড়ে যান তিনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাঁর লাশ উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের কালারপুর সেতুর পাশের খালপাড়ে। মারা যাওয়া আবুল কাশেম একই ইউনিয়নের বিল্লাহপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুর ১২টার দিকে কালারপুল সেতুর পাশের খালে মাছ ধরতে যান আবুল কাশেম। খালে জাল ছুড়ে মারতে গিয়ে জালের সঙ্গে জড়িয়ে তিনি নিজেও খালে পড়ে যান। খালে প্রচণ্ড স্রোত থাকায় পানিতে তলিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। প্রায় দুই ঘণ্টা পর দুপুর দুইটার দিকে লাশ উদ্ধার করা হয়।

কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, খালে জাল ফেলতে গিয়ে শরীরের ভারসাম্য রাখতে না পেরে খালে পড়ে যান আবুল কাশেম। খালে স্রোত বেশি ছিল বলে উঠে আসতে না পারায় মারা যান তিনি।