ধানমন্ডিতে ভবনে মশার লার্ভা, সাতটি ভবনকে জরিমানা

এডিস মশা নির্মূল করতে আজ শনিবার ধানমন্ডির বিভিন্ন ভবনে অভিযান চালায় ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রথম আলো
এডিস মশা নির্মূল করতে আজ শনিবার ধানমন্ডির বিভিন্ন ভবনে অভিযান চালায় ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রথম আলো

এডিস মশার লার্ভা পাওয়ায় ধানমন্ডির সাতটি ভবনকে ৭৭ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম আজ শনিবার দুপুরে এই আদালত পরিচালনা করেন।

ডিএসসিসির জনসংযোগ বিভাগ জানায়, আজ দুপুরে ধানমন্ডি ১২/এ সড়ক ‘নগর হোমস’ নামের রিয়েল এস্টেট কোম্পানির নির্মাণাধীন একটি ভবনে এডিস মশার লার্ভা পায় ডিএসসিসির অঞ্চল-১ এর কর্মকর্তারা। এ সময় এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সড়কের ৫৩ নম্বর হোল্ডিংয়ে অপরিচ্ছন্ন পরিবেশ ও মশার প্রজননের উপাদান থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেন একই আদালত। এ ছাড়া একই অপরাধে ধানমন্ডির বিভিন্ন সড়কের আরও পাঁচটি বাড়িকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।