সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের বাড়ি নারায়ণগঞ্জে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ও খাগকান্দা ইউনিয়নের চার ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ওই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহত ব্যক্তিদের বাড়িতে শুরু হয় শোকের মাতম। প্রিয়জনদের হারানো স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

নিহত ব্যক্তিরা হলেন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের সুরুজ মিয়া (২৫), একই গ্রামের নুরু মিয়া (২৩) এবং পাশের খালিয়ারচর গ্রামের উজ্জ্বল হোসেন (২২) ও চম্পকনগর এলাকার রাসেল আলী (২৪)। খোঁজ নিয়ে জানা গেছে, তিন বছর আগে রাসেল সৌদি আরবে যান। তাঁর বাবা তরকারি বিক্রেতা আকরাম আলী। তিনি ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছিলেন। সুরুজ মিয়া, নুরু মিয়া ও উজ্জ্বলের বাড়িতেও চলছে মাতম।

কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই সৌদি আরবে মদিনা আল-ফাহাদ কোম্পানিতে কর্মরত ছিলেন। মাইক্রোবাসযোগে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। সেখানে নিহত ব্যক্তিদের স্বজনদের মাধ্যমে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন বলেন, ‘এ বিষয়ে সরকারিভাবে আমি কিছু জানি না। তবে স্থানীয়ভাবে বিষয়টি জানতে পেরেছি। রোববার এ বিষয়ে নিহত ব্যক্তিদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়া হবে।’