শ্রমিককে মারধরের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক চালকলের শ্রমিককে মারধরের মামলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ইউপি সদস্যের নাম নেকবর আলী। তিনি বাগাতিপাড়া সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কাকফো বাজারে স্থানীয় একটি চালকলের গাড়ির চালকের কাজ করতেন ইউসুফ আলী। গত ৬ জুন দুপুরে পূর্বশত্রুতার জেরে ইউপি সদস্য নেকবর আলী ইউসুফকে মারধর করে আহত করেন। সে সময় স্থানীয় ব্যক্তিরা আহত ইউসুফকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক জানান, ইউসুফের শ্রবণশক্তি নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় ইউসুফ বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে সেটি মামলা হিসেবে নিয়ে শনিবার বিকেলে নেকবর আলীকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম বলেন, রাইস মিল শ্রমিককে মারধরের মামলায় ইউপি সদস্য নেকবর আলীকে গ্রেপ্তারের পর আদালতের মধ্যমে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।