মাদক মামলায় এক ব্যক্তির ১০ বছরের কারাদণ্ড

ঝালকাঠিতে মাদক মামলায় এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঝালকাঠি জেলা ও দায়রা জজ মোহাম্মদ গাজী রহমান আজ সোমবার দুপুরে এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তির নাম নাছির সরদার (৫৫)। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের খাসমহল এলাকার বাসিন্দা। এ মামলায় অপর আসামি নাছির সরদারের ছেলে হাসান সরদারকে খালাস দিয়েছেন আদালত।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল মান্নান রসুল বলেন, আসামি নাছির পালাতক। তাঁর অনুপস্থিতিতে এই রায় দিয়েছেন আদালত।

পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৭ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানা-পুলিশের একটি দল নলছিটি শহরের খাসমহলের বাসা থেকে ১৫০টি ইয়াবা, দেড় কেজি গাঁজাসহ নাছির সরদার ও তাঁর ছেলে হাসান সরদারকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক দুজনের নামে একটি মামলা করে। ওই বছরের ২৩ এপ্রিল পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান আদালতে অভিযোগপত্র জমা দেন।