রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সুরে কথা বলছে বিএনপি: কাদের

ওবায়দুল কাদের। ছবি: ফেসবুক থেকে নেওয়া
ওবায়দুল কাদের। ছবি: ফেসবুক থেকে নেওয়া

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার যে সুরে কথা বলছে, বিএনপিও সেই সুরে কথা বলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ অভিযোগ করেন ওবায়দুল কাদের। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘মিয়ানমার প্রথম থেকে আজ পর্যন্ত যে উসকানি দিয়ে যাচ্ছে, সেই একই সুরে কথা বলছে আমাদের দেশের একটি রাজনৈতিক দল বিএনপি। রোহিঙ্গা ইস্যুতে সারা দুনিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করছে। আর বিএনপি মিয়ানমারের সুরে কথা বলছে। যাতে রোহিঙ্গাদের ফেরত নিতে না হয়, নাগরিকত্ব দিতে না হয়, সে জন্য মিয়ানমার যে সুরে কথা বলছে, বিএনপিও সেই সুরে কথা বলছে। আমরা কূটনীতিতে পিছিয়ে নেই। মিয়ানমারের ওপর আগের চেয়ে চাপ অনেক বেড়েছে যাতে তারা রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায়। প্রথম তো তারা নিতেই চায়নি। তাদের মনে যা–ই থাক, এখন প্রকাশ্যে ফিরিয়ে নিতে চাইছে। এটাও আমাদের সফলতা।’

ওবায়দুল কাদের আরও কাদের বলেন, ‘একটি দলের মহাসচিব গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই, বলে চিৎকার করছে। বেপরোয়া চালকের মতো এরা বেপরোয়া হয়ে উঠেছে। এদের স্বরূপ উন্মোচিত হওয়ায় এরা বেপরোয়া হয়ে উঠেছে। মিথ্যার বেসাতি করছে। ১৫ আগস্ট ও ২১ আগস্টের ঘটনার সঙ্গে এদের সংশ্লিষ্টতা এখন প্রমাণিত। প্রচলিত আদালতে প্রমাণ হয়েছে, জনতার আদালতে প্রমাণ হচ্ছে। এরা অপরাধের শৃঙ্খলে বন্দী হয়ে যা খুশি তা–ই বলছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে প্রশ্ন রেখেছিলাম, আজ পর্যন্ত তার কোনো জবাব পাইনি। বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা হয়েছিল, দূতাবাসে চাকরি দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের বিচার বন্ধের ব্যবস্থা করা হয়েছিল। এখানেই তো আপনাদের সংশ্লিষ্টতা প্রমাণ হয়। ৭৫–এর ১৫ আগস্টের মাস্টার মাইন্ড জেনারেল জিয়াউর রহমান। আর ২১ আগস্টের মাস্টার মাইন্ড জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। ১৫ আগস্টের প্রাইম টার্গেট বঙ্গবন্ধু আর ২১ আগস্টের প্রাইম টার্গেট শেখ হাসিনা। আজ তাদের স্বরূপ উন্মোচিত হচ্ছে।’

বিএনপির প্রসঙ্গে ওবায়দুল কাদের আরও বলেন, ‘রাজনীতিতে নিজেদের সংকট নিজেরাই তৈরি করে তারা নিজেরাই সংকুচিত হচ্ছে। নিজের দলে গণতন্ত্র নেই বলে তারা আজ গণতন্ত্রের সংকট দেখছে।’ আওয়ামী লীগের নেতা–কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এখনো ষড়যন্ত্র চলছে। ভবিষ্যতে আরও কঠিন চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। চলার পথ সহজ নয়। অনেক চক্রান্ত আছে। সাম্প্রদায়িক শক্তি ও তাদের সহযোগী বিএনপিকে আমাদের প্রতিহত করতে হবে। কঠিন চ্যালেঞ্জ প্রতিরোধ করতে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন।’