ঢাকায় কিশোর-তরুণ গ্যাংয়ের ২৩ জনের সাজা

রাজধানীর মানডা এলাকায় অভিযান চালিয়ে কিশোর ও তরুণ গ্যাংয়ের ২৩ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান চলে। র‍্যাব-৩-এর গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাশ আজ মঙ্গলবার এই তথ্য জানান।

বীণা রানী দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে র‍্যাব-৩-এর ভ্রাম্যমাণ আদালত মানডা এলাকায় অভিযানে যান। এলাকার বিভিন্ন স্থানে আড্ডারত কিশোর-তরুণ গ্যাংয়ের ২৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসব কিশোর-তরুণ মাদক বেচাকেনা ও ছিনতাইয়ে জড়িত বলে দোষী সাব্যস্ত করা হয়।

বীণা রানী দাশ জানান, দোষী সাব্যস্ত হওয়া ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ভ্রাম্যমাণ আদালত।

র‍্যাব-৩ জানায়, সাজা পাওয়া ২৩ জনের মধ্যে তিনজন কিশোর। তাদের টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। অন্য ২০ জন তরুণ হওয়ায় তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।