হাসপাতালের টয়লেটে নবজাতকের মরদেহ

ব্যান্ডেজ গজে মোড়ানো কাগজের একটি ছোট্ট কার্টন। আজ মঙ্গলবার মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে থাকা পুলিশের কাছে জানা গেল, কার্টনের মধ্যে এক নবজাতকের লাশ। এটি উদ্ধার করা হয়েছে হাসপাতালের একটি টয়লেট থেকে।

খোঁজ নিয়ে নিয়ে জানা যায়, আজ সকাল সাড়ে আটটার দিকে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলার একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ওয়ার্ডে কর্মরত সিনিয়র স্টাফ নার্স রিতা বালা বলেন, সকালে এক রোগীর স্বজন প্রথমে টয়লেটে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, টয়লেটের ময়লার ড্রামে পড়ে ছিল নবজাতকটি। দেখে মনে হয়, পরিপূর্ণ নবজাতক হিসেবেই তার জন্ম হয়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা বিকাশ কুমার শিকদার বলেন, নবজাতকটিকে কে বা কারা ফেলে রেখে গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, নবজাতকটির পরিচয় জানা যায়নি। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আর প্রক্রিয়া অনুযায়ী মরদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে দাফনের জন্য।