২০২০ সালে ডিজিসিএ ৫৭তম সম্মেলন বাংলাদেশে

বাংলাদেশে অনুষ্ঠিতব্য ৫৭তম ডিজিসিএ সম্মেলনের জন্য আইসিএও ফ্ল্যাগটি নেপালের কাছ থেকে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান কাছে হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশে অনুষ্ঠিতব্য ৫৭তম ডিজিসিএ সম্মেলনের জন্য আইসিএও ফ্ল্যাগটি নেপালের কাছ থেকে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান কাছে হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সংস্থা ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) ৫৭তম সম্মেলন ২০২০ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ডিজিসিএর ৫৬তম সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯ থেকে ২৩ আগস্ট এ সম্মেলন হয়। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সম্মেলনের উদ্বোধন করেন।

আজ মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেপালে ৫৬তম ডিজিসিএ সম্মেলনে সিএএবির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। নেপাল সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের ডিরেক্টর জেনারেল রাজন পোখরেল ৫৬তম ডিজিসিএ সম্মেলনের চেয়ারম্যান এবং সিএএবির চেয়ারম্যান মো. মফিদুর রহমান ভাইস চেয়ারম্যান মনোনীত হন।

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৭টি দেশের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ও তাঁদের প্রতিনিধি, সিভিল অ্যাভিয়েশন মন্ত্রণালয়ের প্রতিনিধি, আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন সংস্থা (আইসিএও), যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অথোরিটি (এফএএ), ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল অ্যাভিয়েশন, আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ), বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং, এয়ারবাস এবং বিভিন্ন এয়ারক্রাফট ও যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বিভিন্ন এয়ারলাইনসের প্রতিনিধিসহ প্রায় ৮০০ প্রতিনিধি এ সম্মেলনে যোগ দেন। আইসিএওর প্রেসিডেন্ট অলিমুনিয়া বার্নাড অলিও, নেপাল ট্যুরিজম মন্ত্রণালয়ের মন্ত্রী যোগেশ ভট্টরাই, আইসিএওর এশিয়া প্যাসিফিক আঞ্চলিক পরিচালক অরুণ মিশ্র এতে উপস্থিত ছিলেন।

সম্মেলনের সমাপনী দিনে বাংলাদেশে অনুষ্ঠিতব্য ৫৭তম ডিজিসিএ সম্মেলনের জন্য আইসিএও ফ্ল্যাগ নেপালের কাছ থেকে সিএএবির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান কাছে হস্তান্তর করা হয়।