ডুবে যাওয়ার ৪৮ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

ফরিদপুরের সদরপুর উপজেলায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে এক শিশু নিখোঁজ হয়েছিল। এর ৪৬ ঘণ্টা পর ওই নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার চরমানাইর ইউনিয়নের আড়িয়াল খাঁ থেকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শিশুটির নাম মো. সজীব মোল্লা (৭)। সজীব ঢেউখালী ইউনিয়নের চন্দ্রপাড়া ঠাকুরচর গ্রামের কৃষক মো. চুন্নু মোল্লার ছেলে।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা দেড়টার দিকে চন্দ্রপাড়া ট্রলারঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদে গোসল করতে গিয়ে ডুবে যায় সজীব। ওই সময় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ চন্দ্রপাড়া ট্রলারঘাট এলাকা থেকে আনুমানিক ১৩ কিলোমিটার দূরে ভাটিতে চরমানাইর ইউনিয়নের খালাসী কান্দি গ্রামের নদের পাড় এলাকায় শিশুটির মরদেহ ভেসে ওঠে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই শিশুটির বাবার আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে।