প্লটের আবেদন প্রত্যাহার করলেন রুমিন

রুমিন ফারহানা
রুমিন ফারহানা

বিএনপির সাংসদ রুমিন ফারহানা সরকারের কাছ থেকে প্লট পাওয়ার জন্য যে আবেদন করেছিলেন, সেটি প্রত্যাহার করে নিয়েছেন। তাঁর পক্ষ থেকে প্রত্যাহারের আবেদনটি আজ মঙ্গলবার গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বরাবরে লেখা চিঠিতে রুমিন লিখেছেন, ‘আমার দল বিএনপির প্রাণ তৃণমূলের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৩ আগস্ট সংসদের দাপ্তরিক ফরম্যাটে করা পূর্বাচল প্লটের আবেদনটি আমি প্রত্যাহার করে নিচ্ছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।'

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রুমিনের আবেদনটি মন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ৩ আগস্ট সরকারের কাছে ১০ কাঠার একটি প্লটের জন্য আবেদন করেন। সেই আবেদনে তিনি সরকার প্লট দিলে ‘চিরকৃতজ্ঞ’ থাকবেন বলেও উল্লেখ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। নিজ দলের মধ্যেও সমালোচনার শিকার হন তিনি।