পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশু-কিশোরের

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশু ও ভৈরব উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে তাদের মরদেহ উদ্ধার হয়।

বাজিতপুরে মারা যাওয়া দুই শিশু হলো রনক ভূঁইয়া (৫) ও আয়মান ভূঁইয়া (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। আর ভৈরবে মারা যাওয়া কিশোরের নাম মো. নাঈম (১৫)।

স্থানীয় লোকজন জানান, রনক ও আয়মানের বাড়ি উপজেলার পিরিজপুর ইউনিয়নের গোথালিয়া গ্রামে। সন্ধ্যার দিকে রনক ও আয়মান বাড়ির সামনে খেলা করছিল। বাড়ির কাছেই পুকুর রয়েছে। সন্ধ্যার পর তারা আর বাড়ি ফেরেনি। রাত পৌনে নয়টার দিকে ওই পুকুরে দুই শিশুর লাশ ভেসে ওঠে।

পিরিজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাফর ইকবাল ওই দুই শিশুর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ভৈরব উপজেলার নাঈম বুদ্ধিপ্রতিবন্ধী। তাদের বাড়ির কাছে একটি নদীর ওপর সেতু রয়েছে। সন্ধ্যার দিকে নাঈম ওই সেতুর রেলিংয়ের ওপর বসে ছিল। হঠাৎ করে সে নদীতে পড়ে যায়। স্থানীয় লোকজন চেষ্টা করেও তার সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে রাত নয়টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল আলম খান কিশোর নাঈমের পানিতে ডুবে মারা যাওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।