বিমানবন্দরে ৫৭২ কার্টন বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ২

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই আলাদা ঘটনায় অবৈধভাবে বিদেশি সিগারেট পাচার করে আনার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে এপিবিএন। ছবি : সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই আলাদা ঘটনায় অবৈধভাবে বিদেশি সিগারেট পাচার করে আনার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে এপিবিএন। ছবি : সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই আলাদা ঘটনায় অবৈধভাবে বিদেশি সিগারেট পাচার করে আনার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকেরা হলেন মোহাম্মদ মামুন মিয়া (২৮) ও নুর মো. রায়হান (২৮)। তাঁদের কাছ থেকে মোট ৫৭২ কার্টন সিগারেট জব্দ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার পর কুয়েত এয়ারওয়েজে করে দুবাই থেকে আসেন মোহাম্মদ মামুন মিয়া। তাঁর কাছ থেকে ইজি স্পেশাল গোল্ড ব্র্যান্ডের ৩১২ কার্টন সিগারেট পাওয়া যায়। এ ঘটনার কিছু সময় পর রাত তিনটার দিকে দুবাই থেকে আসা গালফ এয়ারের যাত্রী নুর মো. রায়হানকে ৩০৩ এসএস ব্রাউন ব্র্যান্ডের ২৬০ কার্টন সিগারেটসহ আটক করা হয়। জব্দ হওয়া সিগারেটের দাম প্রায় ১৪ লাখ টাকা। মামুন মিয়া চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার পশ্চিম দোলইয়ের (কাটিরহাট) মোহাম্মদ জুলফিকারের ছেলে এবং নুর মো. রায়হান একই জেলার ফটিকছড়ি থানার উত্তর ধুরুংয়ের মৃত আবুল বাশারের ছেলে। তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় দুটি মামলা করা হয়েছে।