জামিন নিতে এসে ৮৮ জন কারাগারে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় একটি খুনের মামলায় জামিন নিতে আসা ৮৮ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ওই আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ওই আসামিরা বুধবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শহীদুল ইসলামের ৪ নম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত জামিন নামঞ্জুর করে সবাইকে কারাগারে পাঠান।

পুলিশ সূত্রে জানা গেছে, মিঠামইনের ভরা গ্রামের আইয়ুব আলী ভূঁইয়ার (৪৫) সঙ্গে একটি রাস্তার জায়গা নিয়ে পূর্ববিরোধ ছিল একই গ্রামের ধন মিয়ার ছেলে মো. শাহজাহানের (৫৫)। এরই জেরে ২১ আগস্ট সকালে দেশীয় অস্ত্রের আঘাতে মো. শাহজাহান খুন হন। এ ঘটনায় নিহত শাহজাহানের ভাতিজা রফিকুল ইসলাম বাদী হয়ে আইয়ুব আলীকে প্রধান আসামি করে ১০১ জনের নামে মিঠামইন থানায় মামলা করেন।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বলেন, ৮৮ জন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে এই মামলার প্রধান আসামি আইয়ুব আলীকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।