খুনের দায়ে একজনের মৃত্যুদণ্ড

খুলনায় এক গৃহবধূর স্বামীকে খুনের দায়ে তাঁর সাবেক স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম আজ বুধবার দুপুরে এ রায় দেন।

ওই গৃহবধূর নিহত স্বামীর নাম আবুল বাশার ও মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বামীর নাম মো. খোকন। খোকন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. কামরুল হোসেন জোয়াদ্দার বলেন, রায় ঘোষণার সময় খোকন আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় খোকন ২০১৫ সালে তাঁর স্ত্রী জেসমিনকে তালাক দেন। একই বছরে জেসমিন নবপল্লী এলাকার আবুল বাশারকে বিয়ে করেন। এরপর থেকে খোকন স্ত্রীকে ফেরত দেওয়ার জন্য আবুল বাশারকে চাপ দিতে থাকেন। এতে রাজি না হওয়ায় খোকন ওই বছরের ৬ নভেম্বর ভোরে ধারালো অস্ত্র দিয়ে বাশারকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত বাশারের স্ত্রী জেসমিন ৭ নভেম্বর বাদী হয়ে খোকনের বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হত্যা মামলা করেন। ২০১৭ সালের ৩ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এই মামলায় ১৬ জনের সাক্ষ্য নেন আদালত।