ব্লাড ক্যানসারে আক্রান্ত ছোট্ট রূপক

রূপক আহম্মেদ রাজন
রূপক আহম্মেদ রাজন

বয়স মাত্র সাড়ে ১২ বছর। এই বয়সেই রূপক আহম্মেদ রাজনের বেঁচে থাকার আশা ফিকে হয়ে আসছে। সপ্তম শ্রেণির মেধাবী এই ছাত্র দুরারোগ্য ব্লাড ক্যানসারে আক্রান্ত।

বছর তিনেক আগে রাজনের ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই ধারদেনা ও সহায়সম্বল বিক্রি করে বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চালিয়ে আসছে পরিবার। বর্তমানে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন।

রূপকের বাড়ি খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা দিঘির পশ্চিমপার এলাকায়। তার বাবা রাজু আহম্মেদ বাসে ফেরি করে বাচ্চাদের বই, খাতা, কলম ইত্যাদি বিক্রি করে সংসার চালান। চিকিৎসকেরা জানিয়েছেন, রাজনকে আরও কয়েক বছর চিকিৎসা দিতে হবে। অব্যাহতভাবে চিকিৎসা চালিয়ে গেলে শিশুটিকে সুস্থ করে তোলা সম্ভব। এ জন্য দরকার ১৮ থেকে ২০ লাখ টাকা।

রাজু আহম্মেদ বলেন, তিনি ছেলের এই ব্যয়বহুল চিকিৎসা আর চালিয়ে যেতে পারছেন না। সমাজের দাতা ব্যক্তিদের কাছ থেকে সহায়তা না পেলে ছেলেটিকে হয়তো বাঁচানোই যাবে না। এ অবস্থায় রূপকের চিকিৎসায় এগিয়ে আসতে সবার সহযোগিতা কামনা করেছেন অসহায় এই বাবা।

রূপককে সাহায্য পাঠাতে পারেন এই ঠিকানায়:
সঞ্চয়ী হিসাব-রাজু আহম্মেদ, হিসাব নম্বর–০৯৬১১২০০৪৩৬০৪, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, গল্লামারী শাখা, খুলনা।