নৌকার হাট

>সারিবদ্ধভাবে সাজানো রয়েছে নৌকা। পিরোজপুরের কুড়িয়ানা খালে সপ্তাহের প্রতি শুক্রবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বসে ঐতিহ্যবাহী এই নৌকার হাট। রেইনট্রি, চম্বল, কড়ই ও মেহগনি কাঠ দিয়ে এসব নৌকা তৈরি করা হয়। প্রকার ও মান ভেদে দুই থেকে আট হাজার টাকায় একেকটি নৌকা বিক্রি হয়। মেহগনি কাঠের তৈরি নৌকার দাম বেশি। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর থেকে ছবিগুলো তোলা।
নতুন নৌকা কিনে নিয়ে যাচ্ছেন এক ক্রেতা।
নতুন নৌকা কিনে নিয়ে যাচ্ছেন এক ক্রেতা।
বিক্রির জন্য রাখা নৌকা।
বিক্রির জন্য রাখা নৌকা।
পানি ছিটিয়ে ভিজিয়ে রাখা হচ্ছে নৌকাগুলোকে।
পানি ছিটিয়ে ভিজিয়ে রাখা হচ্ছে নৌকাগুলোকে।
নৌকা কেনার জন্য ক্রেতা নৌকা দেখে নিচ্ছেন। চলছে দরদাম।
নৌকা কেনার জন্য ক্রেতা নৌকা দেখে নিচ্ছেন। চলছে দরদাম।
নৌকায় চরে নতুন নৌকা দেখছেন ক্রেতারা।
নৌকায় চরে নতুন নৌকা দেখছেন ক্রেতারা।
হাটে বিক্রি করা হচ্ছে বইঠা। একেকটি বইঠা ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়।
হাটে বিক্রি করা হচ্ছে বইঠা। একেকটি বইঠা ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়।
সড়কের ধারে নৌকা রেখে বিক্রি করা হচ্ছে।
সড়কের ধারে নৌকা রেখে বিক্রি করা হচ্ছে।
নৌকার হাটে ছোট ছোট দোকানে বিক্রি করা হচ্ছে বিভিন্ন রকমের খাবার।
নৌকার হাটে ছোট ছোট দোকানে বিক্রি করা হচ্ছে বিভিন্ন রকমের খাবার।
নৌকা কিনে সব ঠিক আছে কিনা দেখছেন ক্রেতা।
নৌকা কিনে সব ঠিক আছে কিনা দেখছেন ক্রেতা।